সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর চাটখিল উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনাচাকা ইসলামিক কালচারাল সেন্টারের আয়োজনে সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ রোধে যুবকদের ভূমিকা, নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতার রোধকল্পে যুবকদের ভূমিকা বিষয়ক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সোনাচাকা ইসলামিক কালচারাল সেন্টারের নিজস্ব কার্যালয় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি জাকির হোসেন শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহেরী ইভু, চাটখিল উপজেলা যুব কর্মকর্তা ফয়েজ আহমেদ, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, সাংবাদিক কামরুল ইসলাম কানন, সাংবাদিক শোয়াইব হোসেন বুলু, সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ,ইসলামিক কালচারাল সেন্টারের সাধারণ সম্পাদক হাফেজ নুর উদ্দিন, ইসলামিক কালচারাল সেন্টারের সহ সভাপতি জসীমউদ্দীন প্রমুখ