

নোয়াখালীর বার্তা ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পহেলা জানুয়ারি বুধবার দুপুরে চাটখিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বর্তমান ছাত্রদল নেতা আরিফ ভূঁইয়া, রাকিব হোসেন ,আজাদ পলোয়ান , অশ্রু বিন্দু পাটওয়ারী, এ,এইচ,সৌরভ, কাজী মহসিন, পারভেজ, ফরিদ এবং সাবেক ছাত্রদল নেতা এস.আর শাকিল,রিগান,রুবেল,জাকির,জাহাঙ্গীর খান, সাইফুল,শাহ পরান, শওকত প্রমূখের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চাটখিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজিজ সুপার মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়ের হোসনে দ্বীপুসহ পৌরসভা ও ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।