

নোয়াখালীর বার্তা ডটকম: নোয়াখালীর চাটখিল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার চাটখিল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শাখা শিবিরের সভাপতি খালেদ মুনছুরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উত্তর অফিস সম্পাদক আমিনুল ইহসান ফরহাদ, চাটখিল পৌরসভা সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক জেলা উত্তর সভাপতি গোলাম কিবরিয়া, জেলা উত্তরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, কলেজ শাখার সাবেক সভাপতি আল মামুন রাসেলসহ কলেজ শাখার নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।