 
                
বার্তা ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পুর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে লক্ষীরাণী (৬৫) নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে তার পুত্রবধূ । বৃহস্পতিবার রাত ৯টার সময় তাদের নিজ বাড়িতে এঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী জানান, তার ছোট ছেলে রকি চন্দ্রদাসের স্ত্রী মিতারাণী দাস (২২) এর সাথে বিয়ের পর থেকেই তাদের পরিবারে সবসময় কলোহ দেখা যেতো।
নিহত লক্ষীরাণীর ৩ মেয়ে এবং ২ ছেলে। বড় ছেলে প্রবির চন্দ্রদাস মানসিক রুগী। গত একবছর পুর্বে তার স্বামী সন্তোশচন্দ্র দাস মারা যায়। এবং রকিচন্দ্র দাস সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজারে একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করে। এদিকে মিতারাণী দাসকে শুক্রবার সকালে স্থানীয়রা পাশের গ্রামের একটি বাড়ী থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করছেন পারিবারিক কলোহের জেরে এমন ঘটনা হতে পারে।
এ ঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং নিহত লক্ষীরাণীর পুত্রবধু মিতা রাণীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে নেয়া হবে।
সুত্রঃ প্রিয় নোয়াখালী

 
                         
                 
                 
                 
                