

নোয়াখালী বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে এক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। জসিম মাহমুদের সভাপতিত্বে উক্ত সভায় ডাঃ এম.এ. নোমানকে সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ দিদার-উল আলম কে পরীক্ষা নিয়ন্ত্রক ও মোঃ আবুল বারাকাত কে সাধারন সম্পাদক হিসাবে সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নির্বাচিত করা হয়।
সভায় জনাব, মোঃ ফয়েজ আহমেদ, জনাব, জসিম মাহমুদ, জনাব, মাজহারুল ইসলাম পুতুল ও জয়নাল আবেদীন মিলন কে সহ-সভাপতি, জনাব, হাবিবুর রহমান সহ-সাধারন সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ, জনাব, মোঃ রাশেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, জনাব আবদুল মান্নান ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও জনাব মাসুদ আলম, জনাব, তছলিম হোসেন, জনাব, আলমগীর হোসেন কে সদস্য হিসাবে মনোনিত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী খুবই অল্প সময়ের মধ্যে বিগত বৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলের আলোকে বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের পুরুস্কার ও সম্মাননা প্রদান করা হবে।
সভা শেআধুনিকায়নে কিন্ডারগার্টেন স্কুল গুলোর আরো সম্পৃক্ততা, যুগোপোযোগী শিক্ষা বিস্তারে স্কুল গুলোর অবদান রাখতে সার্বিক পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।