

শাহাদত রাসেল চৌধুরী সিঙ্গাপুর থেকেঃ নোয়াখালী ১ চাটখিল সৌনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সড়ক ও সেতু মন্ত্রীওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর সফর করেছেন গত শুক্রবার সিঙ্গাপুর সময় দুপুর ৩টা তিনি থাই এয়ারলাইন্চের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পৌঁছান বিমানবন্দরে সিঙ্গাপুর আওয়ামীলীগে পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা তাকে রিসিভ করে সরাসরি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যান সেখানে ওবায়দুলকাদেরের সাথে সাক্ষাত করেন এবং হসপিটালের ডাক্তারের সাথে কথা বলে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা জান্তে চান, পরদিন রাতে আবার সাংসদ ইব্রাহিম ওবায়দুল কাদের বাসায় একান্ত ভাবে অনেক সময় অতিবাহিত করেন। পরে সিঙ্গাপুর শাখা আওয়ামীলীগের পক্ষ থেকে সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি যুবলীগের সভাপতি সহ অন্যন নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সিঙ্গাপুরে কর্মরত সৌনাইমুড়ি ও চাটখীলের প্রবাসীদের সাথে এক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।