

নোয়াখালীর বার্তাঃ মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত গোলাম মোস্তফার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে চলছে শোকের মাতম।
পরিবারের জমিন বিক্রির সাড়ে ৬ লাখ টাকায় কাজের সন্ধানে মালেশিয়ায় যান গোলাম মোস্তফা (২৪)। কিন্তু দুঃভাগ্য তার মাত্র ৯ মাসেই গতকাল রাতে লাশ হতে হলো তাকে। কোরানের হেফজ সম্পন্ন করা গোলাম মোস্তফা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিন নোয়াখলা গ্রামের নুর মোহ্ম্মদ মোল্লার ৪র্থ ছেলে।মালেশিয়াতে গত রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে সে একজন।
তার ভাই হাফেজ নুর উদ্দিন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে মালেশিয়া থেকে তার ভাইয়ের এক সহকর্মী ফোনে তাকে তার ভাইয়ের মুত্যুর খবর প্রথম জানায়। তার পর সে পরিবারের সবাইকে জানান।
কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে গোলাম মোস্তফাকে হারিয়ে গোটা পরিবার শোকের সাগরে ভাসছে।
তার বাবা নুর মোহাম্মদ মোল্লা কান্না জড়িত কন্ঠে তার ছেলের লাশটি দ্রুত দেশে আনার কাকুতি জানান।